ডেস্কটপ সার্চে ডার্ক মোড ফিচার আনলো গুগল

প্রকাশিতঃ 5:41 pm | September 13, 2021

টেক ডেস্ক, কালের আলো:

ডেস্কটপ সার্চে ডার্ক মোড চালু করল মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন এ পরিবর্তন গত ডিসেম্বরের আগেই লক্ষ্য করা হয়েছিল। তবে বর্তমানে আনুষ্ঠানিকভাবে এ ফিচার সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। খবর এনগ্যাজেট।

গুগল প্রডাক্ট সাপোর্ট ম্যানেজারের এক আপডেটের তথ্যানুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর কাছে এ আপডেট পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে। একজন ব্যবহারকারী সহজেই ডার্ক মোড চালু করতে পারবেন।

এজন্য প্রথমে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর সেখান থেকে সার্চ সেটিংসে প্রবেশ করে অ্যাপিয়ারেন্স সিলেক্ট করে ডার্ক মোড চালু করে দিতে হবে। সেটিংসে ডিভাইস ডিফল্ট নামে একটি অপশন রয়েছে যেটি ব্যবহারকারীর ডিভাইসের সেটিংস অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে থিম আপডেট করতে পারবে।

অনেক ব্যবহারকারী ‘সান আইকন’ দেখতে পাচ্ছেন, সেটিংস পেজে না গিয়ে সেটি চালু-বন্ধ করেই থিম পরিবর্তন করতে পারছেন তারা। তবে সান আইকন আনুষ্ঠানিক আপডেটের অংশ নাকি ভিন্ন পরীক্ষা তা এখনো জানা যায়নি।

কালের আলো/আরএস/এমএইচএস