অভয়নগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৪

প্রকাশিতঃ 12:14 am | October 18, 2018

যশোর সংবাদদাতা, কালের আলো:

যশোরের অভয়নগরে শ্রমিকবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় মজুমদার অটো রাইস মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, মজুমদার অটো রাইস মিলের সামনে যশোরগামী নওয়াপাড়ার সিড্ল টেক্সটাইল মিলের শ্রমিকবাহী বাসের (বগুড়া-জ ০৪-০০৮০) সঙ্গে নওয়াপাড়াগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ১৭-৪৮২৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারের চালক মো. বাবু (৫৫), প্রাইভেট কারের যাত্রী ব্যবসায়ী বিপ্লব (৩০), মোমরেজ খান (৫০) ও ইমন শেখ (২৮) আহত হন।

আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আশংকাজনক অবস্থায় ইমন শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত বিপ্লব জানান, তারা ব্যবসায়িক কাজে ফরিদপুর থেকে নওয়াপাড়ায় আসছিলেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ি দুটিকে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।

কালের আলো/ওএইচ