থাকছেন না জেমি ডে, দায়িত্বে অস্কার ব্রুজেন

প্রকাশিতঃ 6:32 pm | September 17, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

আগামী ১ থেকে ১৩ অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে জামাল-তপুদের কোচ হিসেবে থাকবেন না ইংলিশ কোচ জেমি ডে। দুই মাসের জন্য প্রধান কোচ জেমির জায়গায় বাংলাদেশ ফুটবল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় দল কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ। এর পরদিন ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন অস্কার ব্রুজন।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, নেপাল ও কিরগিজস্তানের দুটি প্রতিযোগিতার ফল দেখে আমরা সন্তুষ্ট হতে পারিনি। তাই জেমিকে দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হচ্ছে। ব্রুজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বাফুফে বলছে, করোনার কারণে দুই মাসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে জেমিকে। যদিও তার সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে বাফুফের। এদিকে এই সময়ে দায়িত্বে থাকা অস্কার ব্রুজন সাফ ছাড়াও সামলাবেন নভেম্বরে শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল ও এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল।

সম্প্রতি মাঠের ফুটবলে ভালো যাচ্ছে না জামাল-তপুদের। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়েও নেমেছেন একধাপ। শেষ তিন মাসে তারা নেমে গেছেন পাঁচ ধাপ। এছাড়া সদ্য সমাপ্ত কিরগিজস্তানে ত্রিদেশীয় সিরিজের সবকটিতেই হেরে এসেছেন জেমি ডের শীষ্যরা। আসন্ন সাফের প্রস্তুতি হিসেবে নেওয়া আসরে বাংলাদেশ ছিলো খাপছাড়া। সে কারণেই প্রশ্ন উঠেছিল প্রধান কোচের ভূমিকা নিয়ে।

অস্কার ব্রুজোন বসুন্ধরা কিংসের কোচ। অস্কারকে কোচ করা প্রসঙ্গে নাবিলের ব্যাখ্যা, গত দুই তিন বছরে সে আমাদের ঘরোয়া পর্যায়ে সবচেয়ে সফল কোচ। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় তার ক্লাবের। বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

অস্কার আগামী দুই মাস জাতীয় দলের সাফ টুর্নামেন্ট, অক্টোবরে কুয়েতে এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশীপের বাছাই ও নভেম্বরে শ্রীলংকায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ হিসেবে থাকবেন।

জেমি ডে সম্পর্কে কাজী নাবিল আহমেদ বলেন, আগামী তিন মাস সে জাতীয় দলের সঙ্গে দায়িত্বে থাকবে না। এরপর আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেন জেমি ডে। তার অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সাম্প্রতি সময়ে জেমির কাজে সন্তুষ্ট নয় বাফুফে। তাই চুক্তির শেষ হওয়ার এক বছর আগেই তার ব্যাপারে এমন সিদ্ধান্ত নিল দেশের ফুটবল ফেডারেশন।

কালের আলো/টিআরকে/এসআইএল