বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে ৪ জনের মৃত্যু
প্রকাশিতঃ 8:36 pm | September 17, 2021

কালের আলো সংবাদদাতা:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বজ্রা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৩৪), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো. শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহত সবাই একই বাড়ির লোক বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে বজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, সন্ধ্যার সময় বাড়ির পাশের সবজি ক্ষেতে কাজ করছিলেন আব্দুর রহিম। ক্ষেতের মধ্যে বৃষ্টির পানি ছিলো। কাজ করার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন তিনি।
এ সময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তারা তিনজনও পড়ে যান।
পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানানোর পর সংযোগ বন্ধ হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
কালের আলো/টিআরকে/এসআইএল