বরিশালে ৩৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিতঃ 9:10 pm | September 17, 2021

কালের আলো সংবাদদাতা:

বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ আটক না হলেও ৪টি দোকানের ৫ জন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

নৌ-পুলিশের কালিগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

অভিযানের খবর পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে যাদের দোকান থেকে এসব জাল জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল