ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ 10:05 pm | September 17, 2021

কালের আলো সংবাদদাতা:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে (এবিটি) সক্রিয় থাকার অভিযোগে ময়মনসিংহ থেকে দুই যুবককে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন চেচুয়া বাজারস্থ কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ কাওসার আহমেদ ওরফে মিলন (৩০) এবং জাহিদ মোস্তফা (২০)। মিলন মুক্তাগাছার বকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে ও জাহিদ একই থানার চন্ডিমণ্ড গ্রামের মোস্তফা মোফাজ্জলের ছেলে। এরা চেচুয়া বাজারে একটি বইয়ের দোকান পরিচালনার আড়ালে উগ্র মতাদর্শের বই ছড়িয়ে দিতো।

এদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বইয়ের হার্ড ও সফ্টকপি, ২টি স্মার্টফোন, ৪টি সিম জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম ও বই ছড়িয়ে দেয়ার জন্য যেসকল মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করতো তারা, তা জব্দ করে এটিইউ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া বাজার কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা স্থানীয় চেচুয়া বাজারে একটি বইয়ের দোকান পরিচালনার আড়ালে উগ্রমতাদর্শের বই ছড়িয়ে দিতেন।

তিনি আরও বলেন, আল-রিহাব পাবলিকেশন ও অনলাইনে আশ শাবাব প্রকাশনী থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমুদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রবাদী লেখকের উগ্রপন্থী বই অনলাইনে বিক্রি করছিলেন তারা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকারবিরোধী উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেওয়ার পাশাপাশি আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালের আলো/টিআরকে/এসআইএল