আবারও আইসিইউতে পেলে

প্রকাশিতঃ 2:36 pm | September 18, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে আবারও আইসিইউতে ভর্তি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। খবর- রয়টার্সের।

এ মাসের শুরুতে পেলের কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। মাত্র সাতদিন আগে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ৮০ বছর বয়সী তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে দীর্ঘ সময় ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন। এ সমস্যার কারণে তিনি ঠিকমতো হাঁটতে পারেন না।

চলতি মাসের শুরুতে তার কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি

কালের আলো/টিআরকে/এসআইএল