বান্দরবানে চাঁদের গাড়িতে দুর্বৃত্তদের গুলি, আহত ৪ তরুণী

প্রকাশিতঃ 1:02 pm | September 19, 2021

কালের আলো সংবাদদাতা:

বান্দরবানের চন্দ্রঘোনা সড়কের আমবাগান এলাকায় একটি চাঁদের গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চার জন তরুণী আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বান্দরবানের কুহালং ইউনিয়নে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে কারা এ কাণ্ড ঘটিয়েছে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বান্দরবান থেকে একটি চাঁদের গাড়ি চন্দ্রঘোনা সড়ক দিয়ে আমবাগান এলাকা পার হওয়ার সময় হঠাৎ পাহাড় থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। এ ঘটনায় গাড়ির চাকায় গুলি লাগলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও মগ পার্টি হিসেবে পরিচিত স্থানীয় সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য লড়াইয়ের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ভাড়া করা চাঁদের গাড়িতে ১৭ থেকে ১৯ জন তরুণ-তরুণী ছিলেন। তাঁরা রুমার বগা লেক ঘুরে জেলা সদর হয়ে রাজস্থলীর দিকে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁদের গাড়িতে গুলিবর্ষণ করে। গুলিতে চাকা ফেটে গাড়িটি সড়কের ধারে উল্টে পড়লে চার তরুণী আহত হন। তাঁদের নাম নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি।

কালের আলো/আরএস/এমএইচএস