রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু
প্রকাশিতঃ 11:38 am | September 20, 2021

কালের আলো সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে ২ জন পজিটিভ ছিলেন, বাকি ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৩, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন।
জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৪ জন। হাসপাতালটিতে শুধু সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত মারা গেছেন ১২৫ জন, যাদের মধ্যে পজিটিভ ৩৮ জন।
এছাড়া হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০৩.১৯ শতাংশ।
কালের আলো/আরএস/এমএইচএস