রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিতঃ 4:57 pm | September 20, 2021

কালের আলো সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন চুল্লির ওপর থেকে পরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধব আলী (৩০), মনিরুল ইসলাম (৩৪)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা কয়েকজন রূপুপর মোড়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। পেছন দিকে তাকিয়ে দেখি দুইজন শ্রমিক ওপর থেকে পড়ে চিৎকার করছে। পরে ঘটনাস্থলেই একজন নিহত হন। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুল্লি নির্মাণের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

কালের আলো/টিআরকে/এসআইএল