সৌদি সফর সফল, শিগগিরই বিনিয়োগ চুক্তি : সালমান এফ রহমান

প্রকাশিতঃ 7:54 pm | September 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সে দেশের বাণিজ্য মন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবি ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপি।

তিনি জানান, তারা বিনিয়োগে আগ্রহী। এছাড়া তারা বিভিন্ন ইকোনোমিক জোনেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এবং আগের যেকোন সময়ের তুলনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা খুবই আগ্রহী।

আট দিনের সৌদি সফর শেষে দেশে ফিরে শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের সালমান এফ রহমান এসব কথা বলেন।

তিনি জানান, এই তহবিলের আওতায় ও বাংলাদেশের ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, সৌদি বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের ১৩৭ টি পণ্যের সৌদি বাজারে প্রবেশের জন্য শুল্ক মুক্ত সুবিধা প্রদানের অনুরোধ করা হয়। পাশাপাশি দু’দেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিষয়ে ২০১৮ সালের প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সহযোগিতা চাইলে বাণিজ্য মন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এর আগে সালমান এফ রহমানের নেতৃত্বে গত ১৮ সেপ্টেম্বর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বেসরকারি বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দসহ মোট ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব সফরে যান।

এ সময় সৌদি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

সফরকালে উপদেষ্টা সৌদি বাণিজ্য মন্ত্রী ছাড়াও সেদেশের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ,পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

বৈঠকে দু’দেশের নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।

সালমান এফ রহমানের সাথে প্রতিনিধিদলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম,বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ সরকারি- বেসরকারি অংশিদারীত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) সুলতানা আফরোজ প্রমূখ ছিলেন।

কালের আলো/জেএসবি/এমএম