যেসব মোবাইল ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রকাশিতঃ 9:00 pm | September 27, 2021

টেক ডেস্ক, কালের আলো:

চলতি বছরের নভেম্বর থেকে কিছু কিছু হ্যান্ডসেটে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপের সেবা। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে হ্যান্ডসেট মডেলগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের মোবাইল ফোনগুলোর ক্ষেত্রে ভার্সন ৪.০.৩ বা তার নিচের মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। একইসঙ্গে, আইফোনের ক্ষেত্রে আইওএস ৯ বা তার চেয়ে পুরাতন মডেলগুলোতেও হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি ট্রেন্ড টু, গ্যালাক্সি এস টু, গ্যালাক্সি এস থ্রি মিনি, গ্যালাক্সি এক্স কভার টু, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এস টু)।

লুসিড টু, অপটিমাস এফ ৭, অপটিমাস এফ ৫, অপটিমাস এল ৫, অপটিমাস এল৫ টু, অপটিমাস এল৫ ডুয়েল, অপটিমাস এল থ্রি টু, অপটিমাস এল৭, অপটিমাস এল৩ টু, অপটিমাস এল ৭ টু ডুয়েল, অপটিমাস এল ৬, অপটিমাস এল৪ টু ডুয়েল

জেডটিই, হুয়াওয়ে, সনি, অ্যালকাটেল। এর বাইরেও রয়েছে আইফোন এসই, আইফোন সিক্স এস।

কালের আলো/আরএস/এমএইচএস