সোহরাওয়ার্দীতে জাপার মহাসমাবেশ শুরু

প্রকাশিতঃ 12:59 pm | October 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সমাবেশ মঞ্চে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ— সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার পর সমাবেশ শুরু হয়। এ সমাবেশ থেকে আগামী নির্বাচনের রূপরেখা তুলে ধরবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এরই মধ্যে সমাবেশের মঞ্চে হাজির হয়েছেন জোট নেতারা। সকাল সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদের।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নু, খেলাফত মজলিশের নায়েবে আমীর জোবায়ের আহমদ আনসারী প্রমুখ মঞ্চে উপস্থিত রয়েছেন।

জাপা জোটের এই মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

কালের আলো/এনএম