ফজলুল হক দুদু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিতঃ 2:28 pm | October 20, 2018
কালের আলো প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফজলুল হক দুদু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ অক্টোবর) উপজেলার খেরুয়াজানী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিদ্যাগঞ্জ যুব সংঘ বনাম ফুলবাড়িয়া উপজেলা মুখোমুখি হয়।
ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের প্রতিষ্ঠা কার্যকরী সদস্য, ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি, এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোঃ আমিনুল হক শামীম।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ কুদ্দুস প্রমূখ।
এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।
খেলায় বিদ্যাগঞ্জ যুব সংঘকে হারিয়ে ফুলবাড়িয়া উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কালের আলো/এনএম