মহেশখালী-কুতুবদিয়ার ৪৩ জলদস্যুর আত্মসমর্পণ

প্রকাশিতঃ 2:56 pm | October 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপকূলের ছয়টি জলদস্যু বাহিনীর ৪৩ সদস্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ করা জলদস্যুদের মধ্যে আনজু বাহিনীর ১০ জন, রমিজ বাহিনীর ২ জন, নুরুল আলম কালাবদা বাহিনীর ৬ জন, জালাল বাহিনীর ১৫ জন, আইয়ুব বাহিনীর ৯ জন ও আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন। এ ছয়টি বাহিনী ৯৪টি অস্ত্র, ৭ হাজার ৬৩৭ রাউন্ড গুলি র‌্যারেব কাছে জমা দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব মহা-পরিচালক বেনজির আহমেদ, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান, র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন প্রমুখ।

কালের আলো/ওএইচ