হাইটেক পার্ক পাচ্ছে সাড়ে ৫ কোটি ডলারের বিনিয়োগ
প্রকাশিতঃ 10:02 pm | September 30, 2021
নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাই-টেক সিটি ও যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক পাচ্ছে ৫৫ মিলিয়ন বা সারে ৫ কোটি ডলারের বিনিয়োগ। ৯টি প্রতিষ্ঠান পার্কগুলোতে বিনিয়োগ করবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
বঙ্গবন্ধু হাই-টেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে সাতটি ও শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে দুটি কোম্পানিকে প্লট বরাদ্দ দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রতিষ্ঠানের কাছে জমি হস্তান্তরের চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
চুক্তিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ ও ৯টি কোম্পানির প্রধানেরা সই করেন। অনুষ্ঠানে হালিমা টেলিকমকে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণার অনুমতিপত্রও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান নিয়ে একটি আধুনিক সমাজ গড়ে উঠেছে। তৈরি পোশাক খাত নিয়ে আমাদের গর্ব রয়েছে। সেখানে সস্তা শ্রম ছিল। কিন্তু তথ্যপ্রযুক্তির এই খাতে সস্তা শ্রমে চলবে না সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষ জনবল তৈরিতে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আপনাদের কারখানায় অনেক পণ্য উৎপাদন হচ্ছে। কিন্তু আপনাদের মান নিয়ে সচেতন থাকতে হবে। আজ এখানে যারা চুক্তি বদ্ধ হলেন, সবাইকে আমাদের অভিনন্দন। আপনারা কাজ করুন। কারণ বেসরকারি খাত নিয়ে আমাদের আগাতে হবে। আমাদের বিনিয়োগকরারীদের নিরাপত্তা দিতে হবে। সেটা দেওয়ার ব্যবস্থা আমরা করব।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের জাতীয় জীবনে ২০২১ সাল খুব গুরুত্বপূর্ণ। এই সালে আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা সফল বাস্তবায়ন করেছি। আমরা মহামারির মধ্যেও যেভাবে অর্থনীতির চাকা সচল রেখেছি, তার কৃতিত্ব প্রধানমন্ত্রীর। এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতীর জনক। কিন্তু তিনি তার স্বপ্ন পূরণের সুযোগ পাননি। তার সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পলক বলেন, একনেকে একের পর এক প্রকল্প পাস হয়েছে। আজ দেশের এত হাইটেক পার্ক, তা প্রধানমন্ত্রী না থাকলে হতো না। ১৯৯৬ সালে বিএনপির কারণে আমরা স্যাটেলাইট ক্যাবলে যুক্ত হতে পারিনি। পরে আমরা তাতে যুক্ত হয়েছি। আগে দেশে একটি ফোন কোম্পানি ছিল। এখন সব কোম্পানি উন্মুক্ত আছে। সরকারের সঠিক সিদ্ধান্ত দেশকে যে কতটা এগিয়ে নিতে যেতে পারে, তার অন্যতম উদাহরণ প্রধানমন্ত্রী শেখ হসিনা।
কালের আলো/এসবি/এমএম