ভারতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিতঃ 3:58 pm | October 04, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ‘নম্বর নাইন’ পজিশনে ছিলেন সুমন রেজা। যদিও বিরতির পর তার জায়গায় নামেন মতিন মিয়া। পারফরম্যান্স ভালো হওয়ায় ভারতের বিপক্ষে মতিন আজ শুরু থেকেই একাদশে জায়গা করে নিয়েছেন। এছাড়া দলে পরিবর্তন হয়েছে আরও একটি।

অনেক দিন পর জাতীয় দলে খেলেছেন উইঙ্গার জুয়েল রানা। কিন্তু পারফরম্যান্স দেখাতে পারেননি। সাদ উদ্দিন বদলি নেমে ঝলক দেখিয়েছেন। তাই আজ অস্কার ব্রুজন আবাহনী লিমিটেডের এই ফুটবলারকে একাদশে রেখেই দল সাজিয়েছেন।

বাংলাদেশের তিন পয়েন্ট রয়েছে। ভারতের বিরুদ্ধে এক পয়েন্ট বাংলাদেশকে ফাইনালের পথে রাখতে পারে। সেই হিসেবে অনেকে আজকের ম্যাচে দুই জন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানোর সম্ভাবনা দেখছিলেন। জামাল ভূঁইয়ার পাশে আতিকুর রহমান ফাহাদ।
কোচ অস্কার অবশ্য ৪-১-৪-১ ফরমেশনই রয়েছেন আগের ম্যাচের মতো। একাদশে পরিবর্তনে তাই মনে হচ্ছে।

সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন তারিক কাজী ও তপু বর্মণ। দুই ফুলব্যাক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত ও বিশ্বনাথ ঘোষ। ডিফেন্স ও মিডফিল্ডের সেতুবন্ধন হিসেবে থাকবেন জামাল ভূঁইয়া। মিডফিল্ডে থাকছেন ইব্রাহীম, বিপলু, রাকিব ও সাদ। উপরের একা থাকবেন মতিন মিয়া। সাদ উদ্দিন মিডফিল্ডের পাশাপাশি রক্ষণেও খেলার অভিজ্ঞতা রয়েছে।

জ্বর কাটিয়ে এই ম্যাচে বদলি হিসেবে তালিকায় আছেন মিডফিল্ডার সোহেল রানা। জ্বরে আক্রান্ত আরেক ফুটবলার ডিফেন্ডার রেজাউল করিম গত ম্যাচের মতো এই ম্যাচেও স্কোয়াডে নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক কাজী, ইয়াছিন আরাফাত, বিশ্বনাথ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, ইব্রাহিম, রাকিব, সাদ, মতিন মিয়া।

কালের আলো/টিআরকে/এসআইএল