জীবিত শিক্ষামন্ত্রীকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক
প্রকাশিতঃ 4:03 pm | October 21, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কিছুদিন আগে উইকিপিডিয়াতে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সম্পর্কে উল্টা পাল্টা তথ্য দেখা গিয়েছিল। এবার ফেসবুকের রিমেম্বারিংয়ে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আইডি।
ফেসবুকের রিমেম্বারিং হল, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ফেসবুক বন্ধুদের আবেদনের প্রেক্ষিতে তথ্য যাচাই-বাছাইয়ের পর তার অ্যাকাউন্ট রিমেম্বারিংয়ে দেয় ফেসবুক।
তবে শিক্ষামন্ত্রী জীবিত থাকলেও তার আইডি রিমেম্বারিং করেছে ফেসবুক। এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে ফেসবুকে।
রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে (https://www.facebook.com/Nahid1971) আইডিতে ডুকে দেখা যায় সেখা রিমেম্বারিং শো করছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত(বিকেল ৪) আইডিটি রিমেম্বারিং শো করছে।
কালের আলো/এনএম