রংপুরে ডায়মন্ড ওয়ার্ল্ডের যাত্রা শুরু
প্রকাশিতঃ 10:29 pm | October 08, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বিশ্বমানের সেবা ও অনুপম ডিজাইনের অলংকার ক্রেতাদের দোর গোড়ায় পৌঁছে দিতে রংপুরে যাত্রা শুরু করেছে ডায়মন্ড ওয়ার্ল্ড।
শুক্রবার, (৮ অক্টোবর) বিকেলে রংপুরের গোল্ডেন টাওয়ারে স্বাস্থ্য বিধি মেনে ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শোরুম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ডায়মন্ড ওয়াল্ড জানিয়েছে, নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে গহনা প্রস্তুতকারী কোম্পানিটি ১৬ অক্টোবর পর্যন্ত দিচ্ছে ডায়মন্ড জুয়েলারির উপর ২৫%, গোল্ড জুয়েলারি তৈরিতে ৫০% ডিসকাউন্ট।
এছাড়াও উদ্বোধনী দিনে প্রথম ১০০ জন ক্রেতা শর্ত সাপেক্ষে পাবেন ফ্রী আকর্ষনীয় ডায়মন্ড জুয়েলারী। বাড়তি আকর্ষন হিসেবে রাখা হয়েছে র্যাফেল ড্র এর ব্যবস্থা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব দিলীপ কুমার বলেন বিভিন্ন সময়ে আমরা রংপুরে মেলার আয়োজন করেছি এবং ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়েছি তাই রংপুরবাসীর আগ্রহ বিবেচনায় এনে এবং তাদের যাতে কষ্ট করে ঢাকা মূখী না হওয়া লাগে সেই বিবেচনায় এই শোরুমটি উদ্বোধন করা হলো। আমরা শতভাগ গুনগতমান ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ সময়ে তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।
কালের আল/ডিএসবি/এমএইচএ