ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিতঃ 12:08 pm | October 22, 2018

কালের আলো প্রতিবেদক:

আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সোয়াদ গার্মেন্টস নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোয়াদ গার্মেন্টের শ্রমিকরা জানান, তাদের এক মাসের বকেয়া বেতন আজকে দেওয়ার কথা ছিল। এছাড়া তাদের পাঁচটি দাবি মেনে নেওয়ার কথা ছিল মালিকপক্ষের। তবে তাদের সেই বেতন ও দাবি না মেনে ইপিজেডের গেটেই আটকে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে সুয়াদ গার্মেন্টের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

কালের আলো/বিএম