এরশাদ ‘গুরুতর অসুস্থ’ সিএমএইচে ভর্তি
প্রকাশিতঃ 2:45 pm | October 22, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
তিনি গতকাল রোববার অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় বলে জানান তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।
সুনীল শুভ রায় আরো জানান, এরশাদের হাঁটুতে ব্যথা। ডাক্তার বলেছেন, হাঁটাচলা না করলে, বিশ্রামে থাকলে তিনি ঠিক হয়ে যাবেন।
এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘ওনার চিকিৎসা চলছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।’
‘আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন’ বলেন জি এম কাদের।
এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
গত ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে এরশাদ ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে।
সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কালের আলো/এনএল