ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের দাবি অবান্তর: কাদের
প্রকাশিতঃ 3:49 pm | October 22, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের দাবি অবান্তর বলে পরিষ্কার জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, পরিষ্কারভাবে জানাচ্ছি নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি, এখন কোনো সংলাপের সময় নয়।
সোমবার (২২ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি।
বিআরটিএ আয়োজিত ওই আলোচনায় মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নিজের নির্দেশনা কারা অমান্য করে দেখতে চাই।
এ সময় তিনি বলেন, ঢাকা সিটিতে হেলমেট ব্যবহার বাড়লেও মোটরসাইকেল এখন মূর্তিমান আতংক। রাজনৈতিক দলের নেতাকর্মীরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপে গ্রুপে মোটরসাইকেল নিয়ে রাস্তায় শৃঙ্খলা ভঙ্গ করে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, উশৃঙ্খল এমন রাজনৈতিক নেতাকর্মীর দরকার নেই আমাদের।
মন্ত্রী জানান, সরকারের মাত্র আর কয়েকদিন বাকি আছে আর। এই সময়ে নতুন পলিসি নেওয়া যাবে না। তবে শৃঙ্খলার জন্য কাজ তো করতে পারবো। পথচারীকে তার জায়গা ফিরিয়ে দিতে হবে। যাত্রীদের স্বার্থ আমাদের দেখতেই হবে।
এ সময় তিনি জানান, প্রতিদিন প্রচুর কর্ম ঘন্টা ও অর্থ নষ্ট হয় রাস্তায় যানজটে আটকা পড়ে। অবকাঠামোগত উন্নয়ন যতই হোক সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনলে দেশ এগিয়ে যাবে না।
মহাসড়কে তিন চাকার ছোট ছোট যানের পেছনে রাজনৈতিক মদদ আছে বলে উল্লেখ করে বলেন, সংসদে আইন তৈরি করবো- পরে আবার সে আইন মানবো না –এটা কেমন কথা? আগে নিজেদের আইন মানতে হবে, পরে সাধারণ মানুষকে বলা যাবে; আইন মানতে।
রাজনৈতিক সহযোগিতা না থাকলে সড়কে শৃঙ্খলা ও আচরণগত পরিবর্তন আসবে না বলেও উল্লেখ করেন তিনি।
কালের আলো/ওএইচ