সিঁদুরখেলা শেষে একী কাণ্ড শুভশ্রীর! (ভিডিওসহ)
প্রকাশিতঃ 10:49 pm | October 22, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:
কলকাতার প্রথম সারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে নুতন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার জন্য দায়ী শুভশ্রী নিজেই। বিয়ের পর প্রথম দুর্গাপূজায় চুটিয়ে আনন্দ করলেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। সিঁদুর খেলার পর বিসর্জনে নাচতেও দেখা গিয়েছে তাদের। কিন্তু সিঁদুর খেলার পর নায়িকার কাজ সমালোচিত হচ্ছে।
সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে শুভশ্রী একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে বিজয়ার শুভেচ্ছাপ্রথম সিঁদুর খেলার অভিজ্ঞতা ভক্তদের জানান তিনি। কিন্তু পুরো ঘটনাটাই তিনি ঘটিয়েছেন গাড়ি ড্রাইভ করতে করতে! ঠিক এখানেই প্রশ্ন তুলছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরা। গাড়ি চালাতে চালাতে ভিডিও শুট করা কি নিরাপদ?
শুধু ভিডিও ধারণ নয়; ড্রাইভিং সিটে বসা শুভশ্রী সিটবেল্টও ব্যবহার করেননি। যেখানে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে এত প্রচার চলছে, সেখানে কতটা সচেতনার পরিচয় দিলেন তিনি- এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, এই তারকারাই সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানার আহ্বান জানান; আবার নিজেরাই তা ভঙ্গ করেন।
সমালোচনার পরেও ভিডিওটি এখনও ডিলিট করেননি শুভশ্রী। কোনো বক্তব্যও পাওয়া যায়নি তার।
ভিডিওটি দেখুন এই লিংকে।