সেনাবাহিনীর ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লজিস্টিকস্ এরিয়া দল
প্রকাশিতঃ 7:26 pm | October 25, 2021
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগীয় লজিস্টিকস্ এরিয়া দল চ্যাম্পিয়ন ও ৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার (২৫ অক্টোবর) সাভার সেনানিবাসে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক সোহাগ শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১৯ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল রঞ্জু শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
এর আগে গত ১৭ অক্টোবর শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সাভার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএম