অমৃতসর ট্রাজেডির সেই ঘাতক ট্রেন চালক অন্ধ!
প্রকাশিতঃ 10:05 am | October 24, 2018
ডেস্ক রিপোর্ট, কালের আলো:
ভারতের অমৃতসরে ট্রেন ট্রাজেডির সেই ট্রেনের চালক অন্ধ ছিলেন বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা।
ভারতীয় পত্রিকায় প্রকাশ, শুক্রবারের সেই সন্ধ্যায় ঠিক কী হয়েছিল, তা জেনে গিয়েছে আসমুদ্র হিমাচল। ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। আর সেই ভিডিও খতিয়ে দেখতে গিয়েই কলকাতা২৪x৭-এর হাতে চলে এসেছে এই চাঞ্চল্যকর ছবি।আর ওই ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে সেদিন জলন্ধর-অমৃতসর ডিএমইউ এক্সপ্রেসের চালক ‘অন্ধ’ ছিলেন। ভিডিও ভালো করে দেখলেই যে কেউ বিষয়টি বুঝতে পারবেন।
প্রাথমিকভাবে ভিডিওটি দেখলে কিছু বোঝার উপায় নেই। কিন্তু ভিডিওটিকে যদি একটি স্লো-মোশনে দেখেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। দেখতে পাবেন, ট্রেনের সামনের একটি আলো জ্বলছে না। তবে বাকি দু’টি আলো জ্বলছে।
এখন আপনার মনে হতেই পারে, আলো জ্বলা না-জ্বলার সঙ্গে ট্রেনের চালকের অন্ধত্বের কী সম্পর্ক? আসলে রাতের বেলায় যখন কোনও চালক ট্রেন চালান, তখন আলোই হয়ে ওঠে তাঁর চোখ। আর সেই আলো নিভে গেলে, চালককে কার্যত অন্ধই বলা চলে। এক্ষেত্রেও তাই হয়েছে।
অমৃতসরে দুর্ঘটনার পর থেকে পুরো দোষ গিয়ে পড়ছে আয়োজকদের উপর। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এত লোক রেল লাইনের উপর দাঁড়িয়ে রাবণ দহন দেখছিলেন, অতচ ট্রেনের চালক দেখতে পেলেন না কেন। এই ছবিতে পরিষ্কার আলো না থাকার জন্যই দেখতে পাননি ট্রেনের চালক।
যদিও আপনার মনে হতেই পারে একটি আলো না জ্বললেও আরও দু’টি আলো তো জ্বলছিল। তাহলে চালক কেন দেখতে পেলেন না। আসলে ট্রেনের সামনে তিনটি আলো থাকে। নিচের দিকে দু’টো আলো থাকে। যাকে ফ্রন্ট লাইট বলে। আর উপরের দিকে একটি আলো থাকে যাকে টপ লাইট বলে।
এই দু’ধরনের আলোর কাজও আলাদা। ফ্রন্ট লাইট ব্যবহার করা হয়, রেললাইন দেখার জন্য। যাতে চালক রেললাইনের উপর কেউ রয়েছেন কি না, তা দেখতে পান। আর টপ লাইট ব্যবহার করা হয়। দূরে দেখার জন্য। এই লাইটের সাহায্যে চালক দেখতে পান দূরে রেললাইনের উপর কেউ রয়েছেন কি না!
স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, সেই সন্ধ্যায় ঘটনাস্থলে রেল লাইনের উপর যে এত লোক রয়েছেন, তা দূর থেকে বুঝতে পারেননি চালক। যখন টের পেয়েছেন, তখন তাঁর পক্ষে ট্রেন থামানো সম্ভব হয়নি।
ঘটনাচক্রে ট্রেনের ফ্রন্টলাইট দিনের আলোয় জ্বলে না। কিন্তু রাত হোক বা দিন ট্রেনের টপ লাইট কখনও নেভানো হয় না। এই ধরনের কিছু ভিডিও কলকাতা২৪x৭-এর হাতে এসেছে। তা দেখলেই বিষয়টি আরও সহজ হবে আপনাদের কাছে।
এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এই গাফিলতি কার? চালকের নাকি অন্য কারও? ট্রেনের টপ লাইট কেন জ্বলছিল না? এই প্রশ্নগুলির উত্তর হয়তো রেলের কাছে রয়েছে। ওই দফতরের আধিকারিকরাই এবিষয়ে সদুত্তর দিতে পারবেন।
বিষয়টি দুর্ঘটনার ভিডিও দেখতে দেখতেই সামনে এসেছে। সেই বিষয়টি এখানে তুলে ধরা হল। রেলের তরফে এ নিয়ে কী বক্তব্য, তা জানা যায়নি।
কালের আরো/ডেস্ক