ডায়াগনস্টিক সেন্টার থেকে তরুণীর লাশ উদ্ধার, প্রেমিক আটক
প্রকাশিতঃ 1:31 pm | October 24, 2018
কালের আলো ডেস্ক:
সাতক্ষীরার নাহার ডায়াগনস্টিক সেন্টার থেকে তামান্না খাতুন (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রেমিক আবু সাইদকে আটক করা হয়েছে।
তামান্না কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। আটক আবু সাইদ সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দাশ জানান, আটক সাইদ রোগীদের সিরিয়াল দেওয়ার কাজ করতেন। সাইদের সঙ্গে তামান্নার প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার তামান্না বিয়ের দাবিতে চিকিৎসকের চেম্বারের আসেন। এ সময় সাইদ বিয়ে করতে তালবাহানা করলে রাতে তিনি ওই চেম্বারে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/ওএইচ