ইলিয়াস আলীকে অক্ষত ফিরিয়ে দেওয়ার দাবি লুনার
প্রকাশিতঃ 7:08 pm | October 24, 2018
কালের আলো ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা তার বক্তব্যে বলেন, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে।
বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ দাবি জানান।
লুনা বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। এভাবে একটা দেশ চলতে পারে না।
তিনি বলেন, ইলিয়াস আলী গেল কয়েক বছর ধরে ‘নিখোঁজ’। ঢাকার বনানী থেকে তিনি ‘নিখোঁজ’ হন। তার অপেক্ষায় রয়েছে পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
এছাড়া সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়াস আলীসহ শত শত ব্যক্তিকে গুম করেছে। তার জবাব দিতে হবে। সব লুটপাটের জবাব দিতে হবে। এ জন্য তারা (সরকার) ভয় পায়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, দেশের মানুষ মুক্তি চায়। ইলিয়াস আলীসহ সব নেতাকর্মীকে ফিরে পেতে চায়। দেশের জনগণ কখনো পরাজিত হয় না।
কালের আলো/এমএইচ