জ্বালানি তেলের দাম বৃদ্ধি যৌক্তিক: অর্থমন্ত্রী
প্রকাশিতঃ 5:26 pm | November 10, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুরোটাই যৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কেননা তেলের দাম শুধু বাংলাদেশে বাড়েনি। সারাবিশ্বেই বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। করোনার কারণে এমনটা হয়েছে বলে তিনি মনে করেন।
বুধবার (১০ নভেম্বর) ক্রয়সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান।
করোনায় মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছে, চাকরি হারিয়েছে, পণ্যের দাম বেড়েছে। এর সাথে ডিজেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ নানা জায়গায় ভাড়া বেড়েছে। জনগণের ওপর এই চাপ দেয়াটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, পুরোটাই যৌক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।
তিনি বলেন, ভালো দিক দেখবেন না, তেলের দাম কি আমরা বাড়িয়েছি? আমাদের সরকার বাড়িয়েছে? কোনো জাহাজে যদি করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায় তাহলে সেই জাহাজ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। এই যে জাহাজ চলতে পারে না, মাসের পর মাস সাগরে আটকে আছে; সেই চার্জ শিপিং কোম্পানিকে করা হয়। চার্জগুলো সব একত্র হয়ে পুরো চার্জটা আমরা পাই।
তেলের দাম বাড়ানোর বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় সেই ক্ষমতা প্রয়োগ করেছে। তবে প্রয়োজন হলে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।
এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কীভাবে দাম বৃদ্ধি করেছে, তা বিচার-বিশ্লেষণ করে আগামী সভা শেষে এ ব্যাপারে বিস্তারিত বলবেন বলে জানান অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে গত ৩ নভেম্বর দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল