এবার ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে মাছ চুরির মামলা
প্রকাশিতঃ 8:48 am | October 26, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারে জমি দখল, হত্যার হুমকি, চাঁদাবাজির পর এবার দায়ের করা হয়েছে মাছ চুরির মামলা। আশুলিয়া থানায় মাছ চুরির অভিয়োগ এনে তার বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছে। এটা নিয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানাতে দায়ের করা হলো মোট পাঁচটি মামলা।
ডা. জাফরুল্লাহকে প্রধান আসামি করে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা কাজী মহিবুর রব বাদি হয়ে মামলাটি করেন ।
নতুন এ মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, আশুলিয়ার মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ১৯.৬৩ শতাংশ ক্রয়সূত্রে নিজেকে মালিক দাবি করেন কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘ দিন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ অবৈধ ভাবে সেই জমি দখলে নেয়ার জন্য তাকে প্রাণনাশের হুমকিসহ জমিতে অনধিকার প্রবেশ ও চাঁদা দাবির পাশাপাশি লোকজন দিয়ে জমিতে থাকা মাছ চুরি করিয়েছেন বলেও অভিযোগ করেন।
এরআগে একসপ্তাহের ব্যবধানেডা. জাফরুল্লাহর বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, লুটপাট ও মারপিটেরে অভিযোগে গত পৃথক ৪টি মামলা করেছেন। এর মধ্যে দুটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করলে আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
কালের আলো/এনএল