ময়মনসিংহের ৩০ ইউপিতে ভোট গ্রহণ চলছে
প্রকাশিতঃ 12:59 pm | November 11, 2021

কালের আলো সংবাদদাতাঃ
দ্বিতীয় দফায় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলবাড়িয়া উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সরেজমিনে ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে, সকালের দিকে ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তিনটি উপজেলার ৩০টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৯ টি কেন্দ্রে ৬ লাখ ৯৩ হাজার ৬০০ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।
নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি ইউনিয়নে ম্যাজিস্ট্রেট নেতৃত্বে বিজিবির পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছে।
জেলা পুলিশ সুপার মোহা.আহমার উজ্জামান বলেন, জেলার তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে চারস্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
কালের আলো/একে/এমএম