পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন নেপালি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 11:26 pm | October 04, 2017

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত নতুন নেপালি রাষ্ট্রদূত চপ লাল ভুষাল। বুধবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নিজ কার্যালয়ে নতুন নেপালি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেপালি রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বসুলভ ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে পারবেন।

নেপালি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ব্রিফ করেন। আলোচনা চলার সময় দুইজনই বাণিজ্য ও বিনিয়োগ, কানেক্টিভিটি, কৃষি, বিদ্যুৎ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করার ব্যাপারে জোর দেন। পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে নেপালি রাষ্ট্রদূতকে পূর্ণ সহযোগিতা প্রদানের ব্যাপারে আশ্বস্ত করেন এ এইচ মাহমুদ আলী।