ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের পাইলট ছিলেন ভারতীয় সুনেজার
প্রকাশিতঃ 7:32 pm | October 29, 2018
কালের আলো ডেস্ক:
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পর জাভা সাগরে ১৮৯ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে লায়ন এয়ারের একটি বিমান। সেটির পাইলটের আসনে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ভব্য সুনেজা।
ভব্যর লিঙ্কডিন প্রোফাইল দেখে জানা গিয়েছে এমিরেটস বিমান সংস্থায় ট্রেনি পাইলট হিসেবে এক মাস কাজ করার পরেই লায়ন এয়ারলাইনসে পাইলট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। ২০০৯ বেল এয়ারলাইনস থেকে পাইলটের লাইসেন্স পেয়েছিলেন। ২০১১ সাল থেকে লায়ন এয়ারলাইন্সের একাধিক বিমান চালিয়ে এসেছেন তিনি।
ইন্দোনেশিয়া অনুসন্ধান সংস্থার এক কর্মকতা জানান, গভীর সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। বিধ্বস্ত বিমানের পাইলট ভারতীয় বংশোদ্ভূত ভব্য সুনেজার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় দূতাবাস।
দেশটির ইংরেজি দৈনিক জাকার্তা পোস্ট বলছে, লায়ন এয়ার লাইন্সের বোয়িং ৭৩৭, জেটি ৬১০ জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে। ইন্দোনেশিয়ার ব্যাংকা দ্বীপের প্যাঙ্কাল পিন্যাংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। ফ্লাইটের ডাটা বলছে, হঠাৎই বিমানটি সাগরে আছড়ে পড়েছে।
লায়ন এয়ার লাইন্সের এক মুখপাত্র বলেছেন, চলতি বছরেই বিমানটি যাত্রী পরিবহন শুরু করেছে। ভারতীয় বংশোদ্ভূত পাইলট ভব্য সুনেজার সঙ্গে কো-পাইলট ছিলেন হার্ভিনো। কর্তৃপক্ষ বলছে, বিমানটি বিধ্বস্তের আগে পাইলট জাকার্তা বিমানবন্দরে ফিরে আসার অনুমতি চেয়েছিল।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ভব্য সুনেজার বাড়ি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। তিনি স্ত্রীসহ জাকার্তায় বসবাস করছিলেন।
কালের আলো/এমও