খালেদা জিয়ার সাজা বেড়ে ১০ বছর
প্রকাশিতঃ 11:26 am | October 30, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।
মঙ্গলবার এক আপিলের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
দুর্নীতির এ মামলার আপিলে খালেদা জিয়ার আইনজীবীরা তার খালাস চেয়েছিলেন। অন্যদিকে দুদক খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যাবজ্জীবন চায়। আর রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের সাজাই বহাল রাখার পক্ষে যুক্তি দিয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।
এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তির পর পাঁচ বছর অতিবাহিত না হয়।
হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাজা বহাল থাকলে খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না, সোমবার জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটি আইনে বলা আছে। আরপিওতে বলা আছে, সাজাপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
কালের আলো/এনএল