ইবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি ইমরান, সা: সম্পাদক অাজাদ
প্রকাশিতঃ 11:45 pm | January 22, 2018
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোটার্যাক্ট ক্লাবের নির্বাচনে সভাপতি হিসেবে জয়লাভ করেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের ছাত্র আল ইমরান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন আজাদ।
সোমবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে ২০১৮-১৯ বর্ষের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সেক্রেটারী পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইবি রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোস্তফা জুবাইর আলম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইবি রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও নাজমুল হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচন হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্র আল ইমরান এবং সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ছাত্র আখতার হোসেন আজাদ।
নব-নির্বাচিত সভাপতি আল ইমরান সকলের সহযোগিতা কামনা করে বলেন, “আমি ইসলামী বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবকে একটি মডেল ক্লাব হিসেবে পরিণত করার চেষ্টা করবো।”