অন্য দলের সঙ্গেও সংলাপে রাজি প্রধানমন্ত্রী : কাদের

প্রকাশিতঃ 3:56 pm | October 31, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, রাজনৈতিক দলগুলোর আগ্রহ অনেক। তাদের প্রস্তাবগুলো শুনতে চান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে দল মত নির্বিশেষে দেশের বেশিরভাগ মানুষ সমর্থন করে। তিনি অন্যান্য দলগুলোর সঙ্গে সংলাপে বসতে রাজি এবং আমরা দেখব কারা কারা প্রস্তাব পাঠায়। আর সময় এখানে একটা বড় ফ্যাক্টর।’

কালের আলো/এনএম