স্বপদে বহাল গোলাপগঞ্জের মেয়র রাবেল
প্রকাশিতঃ 5:44 pm | December 14, 2021
কালের আলো সংবাদদাতা:
গোলাপগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উচ্চ আদালতে আপিল করলে আদালত এ আদেশ বাতিল করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম রাবেলের আইনজীবি ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু।
তিনি জানান, ২৭নং কোর্টে ডিবিশন বেঞ্চের বিচাপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিবিশন বেঞ্চ ১৪ ডিসেম্বর মোসন হেয়ারিংয়ে রিট পিটিশ নাম্বার ১২৪৩৪/২০২১ শুনানি শেষে আমিনুল ইসলাম রাবেলের স্থগিত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন।
এ আদেশের ফলে আমিনুল ইসলাম রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে পুনরায় বহাল থাকতে আর কোনো আইনি বাধা নেই।
আমিনুল ইসলাম রাবেলের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট খান উজ্জ্বল ও অ্যাডভোকেট শাহ নাবিলা কাশফি।
এর আগে গেল ৬ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিরুদ্ধে বক্তব্যের কারণে আলোচনায় আসেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। পরে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। ওইদিনই স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ আদেশের বাতিলে মেয়র আমিনুল ইসলাম রাবেল হাইকোর্টে আপিল করেন। আপিলের পরিপ্রেক্ষিতে তার সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল