ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিতঃ 2:46 pm | November 01, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও নেপালের মধ্যে জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনালে খেলবে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দল খুব বেশি ভােলা করতে না পারলেও সফল বয়সভিত্তিক দলগুলো। কিশোরীদের পাশাপাশি সাফল্য বয়ে আনছে কিশোর ফুটবলাররাও। তবে বিশেষ করে সাফ অঞ্চলে এই সাফল্য চোখে পড়ার মতো। মৌসুমী, মারিয়া, সানজিদারা সাফে একের পর ট্রফি জিতেছেন। সেই ধারাবাহিকতায় এবার সাফ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবলের ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা।

নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের ১৭ মিনিটে হার্শ শৈলাসের গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর জয়ের পথেই ছিল লাল-সবুজরা। কিন্তু দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান নিহাত জামান উচ্ছ্বাস। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুটি স্পট-কিক ঠেকিয়ে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মেহেদী হাসান।

কালের আলো/পিএম