ফ্লোরিডায় যোগব্যায়ামের স্টুডিওতে গুলি, নিহত ২

প্রকাশিতঃ 12:41 pm | November 03, 2018

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ইয়োগা স্টুডিওতে বন্দুধারীর গুলিতে দুই জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই বন্দুকধারী। শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডা রাজ্যের রাজধানী তালাহাসের একটি শপিং সেন্টারের ইয়োগা স্টুডিওতে এ ঘটনা ঘটে। খবর গার্ডিয়ানের।

এ ঘটনার জন্য আত্মঘাতী হামলাকারী একাই দায়ী বলে মনে করছে পুলিশ। ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় নিশ্চিত হতে তদন্ত করছে তারা।

তালাহাস পুলিশ প্রধান মাইকেল ডেলিও জানান, আত্মঘাতী হওয়ার আগে স্টুডিওতে থাকা ছয়জনকে সে গুলি করেছে এবং একজনকে পিস্তল দিয়ে আহত করেছে। হামলাকারীর মৃত্যু হয়েছে আগেই। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

মেয়র এনড্রি গিলুম বলেন, আগ্নেয়াস্ত্রের সাহায্যে এমন সহিংসতা গ্রহণযোগ্য নয়। আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় আমরা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি।

শহরটির কমিশনার স্কট মেডোক্স এক বিবৃতিতে এটিকে জনগণের সঙ্গে তার কাজ করার সময়কালে সবচেয়ে বাজে পরিস্থিতি বলে অভিহিত করেছেন। তিনি সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

কালের আলো/ওএম