আস্থা লাইফ ইন্স্যুরেন্স ও ট্যাপ এর মধ্যে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর
প্রকাশিতঃ 4:23 pm | December 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ)-এর মধ্যে একটি গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার মহাখালীস্থ আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর হেড অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান।
প্রধান অতিথির উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ‘ট্রাস্ট আজিয়াটা পে’ এর সিইও (ভারপ্রাপ্ত) দেওয়ান নাজমুল হাসান এবং ‘আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম (অবঃ)।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, এই চুক্তির ফলে ‘ট্রাস্ট আজিয়াটা পে’-এ কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী স্বপরিবারে আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।
এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর গ্রাহকরাও ট্যাপ অ্যাপ ব্যবহার করে তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম