‘পেশাদারিত্ব’ দিয়েই নির্বাচনী ‘চ্যালেঞ্জ’ জিতবেন আইজিপি

প্রকাশিতঃ 1:53 am | November 04, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো :
শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কাউন্ট ডাউন’। আগামী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। ফলে এই বিষয়টি সামনে রেখেই সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এমন অবস্থায় নড়েচড়ে বসছে পুলিশ।

নির্বাচন নিয়ে নিজেদের কর্মপরিকল্পনাও তৈরি করে রেখেছে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা এই বাহিনীটি। নির্বাচনের আগে, ভোট চলাকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে নেয়া হচ্ছে প্রস্তুতি।

সংসদ নির্বাচনকে ঘিরে বাস্তবতার নিরিখেই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রস্তুতি রয়েছে পুলিশের। বিশেষ করে নির্বাচনের সময় পরিস্থিতি কঠিন হলেও দেশের সাধারণ মানুষের ‘আস্থা’ ধরে রেখেই দায়িত্ব পালন করবে পুলিশ।

সম্প্রতি নারায়ণগঞ্জ সফরকালে স্বয়ং পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) নিজেও বলেছেন, ‘বিগত সময়ে পুলিশে জনগনের যেরকম আস্থা ছিল, এখনো আছে। আগামীতেও পুলিশের ওপরই এ আস্থা থাকবে।’ আদতে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করেই একটি ‘টিম’ হিসেবে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে গোটা বাহিনীকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পুলিশের এই ‘নাম্বার ওয়ান’ কর্মকর্তা।

অবশ্য দায়িত্ব ছাড়ার ক’দিন আগে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছিলেন, সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করাই নতুন আইজিপি’র জন্য চ্যালেঞ্জ।

নিজের ব্যাচমেটের এমন বার্তার প্রেক্ষিতেই চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ৩২ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনের অভিজ্ঞতা সম্পন্ন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানিয়েছিলেন, জাতীয় নির্বাচনের সময় জনগণের জানমাল রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে পুলিশ।

পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনের ৮ মাসে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেদিনের সংবাদ সম্মেলনে উচ্চারিত দু’টি শব্দ ‘স্বচ্ছতা’ ও ‘জবাবদিহিতা’র মাধ্যমে পুলিশ কাজ করে যাবে বলে যে অঙ্গীকার করেছিলেন সেটিও রক্ষার চেষ্টা করেছেন।

দক্ষতা, সততা, আন্তরিকতা, নিষ্ঠা, একাগ্রতা, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা’র সঙ্গে এই সময়টাতে পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও কাজ করছেন। পুলিশকে গণমুখী, জনবান্ধব ও গণতান্ত্রিক করতেও তাঁর গৃহীত নানা পদক্ষেপ সাড়া ফেলেছে বাহিনী তথা সচেতন সাধারণ মানুষেও।

একাদশ সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ কতটুকু প্রস্তুত এমন প্রশ্ন যখন সামনে তখন আশাবাদী উচ্চারণই শোনা গেলো সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদা’র কন্ঠে।

কালের আলো’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের জন্য সংসদ নির্বাচন সব সময়ই চ্যালেঞ্জের। এই সময়টাতে আইন-শৃঙ্খলা রক্ষা করা একটি বড় কাজ। আমি আশাবাদী জাবেদ পাটোয়ারী’র নেতৃত্বাধীন পুলিশ এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন।

“আমি আশাবাদী জাবেদ পাটোয়ারী’র নেতৃত্বাধীন পুলিশ এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন।
-সাবেক আইজিপি নুরুল হুদা।

সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলেন, দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রকারান্তরে গণতন্ত্রের ভিত শক্ত করতে পুলিশ বাহিনীর বিশাল অবদান ও আত্মত্যাগ রয়েছে। বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। প্রচুর জনসংখ্যার এই দেশে সমস্যা অন্তহীন। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জঙ্গিবাদ দমন এসব বিবেচনায় অবশ্যই সন্তুষ্টির অবকাশ রয়েছে।

একই বিষয়ে জানতে চাইলে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ কালের আলোকে বলেন, জাবেদের মাঝে সততা ও কাজের প্রতি স্পৃহা রয়েছে। পেশাদারিত্ব দিয়েই তিনি নির্বিঘ্নে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পাড়ি দিতে সক্ষম হবেন বলে আমি আশাবাদী।

“জাবেদ পেশাদারিত্ব দিয়েই নির্বিঘ্নে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পাড়ি দিতে পারবে।
-সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

পুলিশ প্রধান হিসেবে ৩ বছর ৭ মাস দায়িত্ব পালন করা নূর মোহাম্মদ বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নানামুখী তৎপরতায় পুলিশের কাজের মাত্রা বেড়ে যায়। তবে পেশাদারিত্ব দিয়েই সবকিছু মোকাবেলা করতে হয়। আমাদের দেশের প্রতিটি মানুষের আস্থা, বিশ্বাস, নির্ভরতা ও নিরাপত্তার প্রতীক পুলিশ। আমার বিশ্বাস জাবেদ সেই জায়গা থেকেই কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।’

সম্প্রতি বলা হচ্ছে, চলতি বছরে অপরাধ তুলনামূলকভাবে কমেছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, এই সময়টাতে ডাকাতি, নারী নির্যাতন, খুন ও অপহরণের মতো অপরাধের হার কমেছে। পুলিশের ভূমিকায় জনগণ পুরোপুরি তুষ্ট না হলেও অসন্তোষ নেই। এছাড়া খালেদার রায় থেকে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে পুলিশের কৌশলী ভূমিকার কারণে আইন-শ্ঙ্খৃলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিলো।

অনেকেই বলছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী’র নেতৃত্বে পুলিশ সম্পর্কে জনমনে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। পুলিশের সেবা দেওয়ার মানসিকতা বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান ও পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। দেশের সাধারণ মানুষও এখন তাই পুলিশের কাজের সুনামও করছে।

আরও পড়ুন: স্কুল এন্ড ইন্টেলিজেন্স’র সক্ষমতায় সন্তুষ্ট আইজিপি

কালের আলো/এএম