সালমানের প্রেমে জেরিন খান!

প্রকাশিতঃ 10:18 pm | January 23, 2018

কালের আলো ডেস্ক: সালমান খান, বলিউড সুপারস্টার। গত কয়েক বছরের ধরে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়ে চলেছেন তিনি। ফলে তার সঙ্গে ছবি করা অভিনেত্রীদের কাছে স্বপ্নের মতো। আর যদি সেটা কোনো নায়িকার অভিষেক হয়, তবে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। বলিউডে এমন অনেক নায়িকাকে অভিষেক করিয়েছেন সালমান। এদের মধ্যে রয়েছেন জেরিন খানও। এবার সালমানের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেরিন খান বলেন, সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে অভিষেক করা তার কাছে যেন স্বপ্নের মতো ছিল। আর তাই সালমান খান সব সময়ই তাঁর খুব কাছের একজন মানুষ।

প্রসঙ্গত, ‘বীর’ দিয়ে বলিউডে ডেবিউ করেন জেরিন। আর ওই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেন সালমান। এরপর ‘হেট স্টোরি’, ১৯২১’সহ একাধিক সিনেমায় অভিনয় করেন জেরিন। এ সবের পিছনে যে সালমানের অবদান অনেক সেটাই স্বীকার করলেন নায়িকা।