শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ 4:03 pm | November 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য রোববার (৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত শুকরানা মাহফিলে ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মৃত সাইফুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ধানবাজারের বাসিন্দা মোসলেম উদ্দিনের পুত্র। সে বি-বাড়িয়া ইসলামপুর টাইটেল মাদ্রাসার মেশকাত ফাজিল এর ছাত্র।

জানা যায়, সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের শুকরানা মাহফিলে অংশ নেওয়ার জন্য আসে। উদ্যানের পার্শ্বে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২ টা ৪৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেন হাসপাতাল ক্যাম্প পুলিশ উপপরিদর্শক (এস আই) মো. বাচ্চু মিয়া।

কালের আলো/ওএইচ