কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮তম সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 5:17 pm | January 05, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৮তম সভা বুধবার (৫ জানুয়ারি) ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিউনিটি ব্যাংকের পক্ষথেকে জানানো হয়েছে, সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড ইন্সপেকশন) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), র‌্যাব ডিজি (অ্যাডিশনাল আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিআইজি (হিউম্যান রিসোর্স) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, বিপিএম (বার), এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, স্বতন্ত্র পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআরবি/এমএম