বর্নাঢ্য আয়োজনে গ্রিড ফার্নিচারের বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিতঃ 9:30 pm | January 04, 2022

বিজনেস ডেস্ক, কালের আলো:

বর্নাঢ্য আয়োজনে সফলতার ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে দেশীয় বাজারে আন্তর্জাতিক মানের ফার্নিচার ব্র্যান্ড ‘গ্রিড ফার্নিচার’।

নতুন বছরে পা রাখার এই গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে সোমবার (০৩ জানুয়ারি) আয়োজন করা হয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের। এ সময় কেক কেটে বর্ষপূতির উদযাপন করা হয়।

টিম গ্রিড পথ চলার এক বছরের মুহুর্তে তাদের ওপর আস্থা রাখায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও যেন গ্রাহকদের চাহিদামতো ফার্নিচার সরবরাহ করে সুনাম অক্ষুণ্ন রাখতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটি সংশ্লিষ্টরা।

কালের আলো/ডিএসবি/এমএম