রাজধানীতে প্রাইভেটকারে আগুন
প্রকাশিতঃ 11:34 am | November 05, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বিজয় সরণী এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। এতে গাড়িটে সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার সকাল আটটার দিকে কারটিতে আগুন লাগে।
দমকল বাহিনীর ডিউটি অফিসার এরশাদ জানান, সকাল আটটার দিকে বিজয় সরণী এলাকায় একটি প্রাইভেটকারে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে এতে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। আর এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ।
কালের আলো/এনএল