নিজ শহরে হত্যার হুমকি পেলেন এমবাপ্পে
প্রকাশিতঃ 6:44 pm | January 11, 2022
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
উদীয়মান ফুটবলারদের মধ্যে সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নাম সবাই একবাক্যে স্বীকার করতে বাধ্য হবেন। কিন্তু আলোচিত এই তারকা নাকি পেয়েছেন হত্যার হুমকি, তাও আবার নিজ শহরেই। ফ্রান্সের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করছে।
নিজ শহর বন্ডিতে বিশাল এক ম্যুরাল আছে এমবাপ্পের। সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, সে ম্যুরালে গ্রাফিতি একে বার্তা দেয়া হয়েছে, এমবাপ্পে, তোমার দিন ঘনিয়ে এসেছে।
ঘটনার শুরু একটি শিশুর ভিডিও দিয়ে। কামিলে নামের এক ছোট্ট মেয়ে এমবাপ্পের প্রতি ভালোবাসা জানিয়েছে সে ভিডিওতে। দুরারোগ্য রোগে আক্রান্ত কামিলে ভিডিওতে এমবাপ্পেকে তার পছন্দের ক্লাবে আরও অনেকদিন রয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছে, প্যারিস ও ফ্রান্সে আমার মতো লাখো সমর্থক আছে, যারা আপনাকে অনেক ভালোবাসে। দয়া করে প্যারিস সেন্ট জার্মেইয়ে থেকে যান এবং আরও বহুদিন আমাদের স্বপ্ন দেখান। কিলিয়ান, আশা করি পিএসজি ও ফ্রান্স দলে দারুণ এক বছর কাটাবেন।
এমবাপ্পে পোস্ট করে বলেছেন, আমার ছোট্ট কামিলে, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। যেভাবে লড়ে যাচ্ছ, লড়ে যাও। তুমি আমাদের জীবন দিয়ে শিক্ষা দিচ্ছ। একটি শিশুর প্রতি এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য..আমরা তো তলানিতে পৌঁছে যাচ্ছি, আমাদের বিবেক জাগ্রত হোক।
সে বার্তার পরই ম্যুরালে ওই বার্তা লিখে গেছেন কেউ। তবে এর সঙ্গে রাজনৈতিক সম্পর্কও দেখছেন অনেকে।
কালের আলো/এমএএইচ/এমডি