টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 2:22 pm | November 06, 2018

মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুরে গণভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি এসময় বলেন, ৭ নভেম্বরের পর আওয়ামী লীগ আর কোন সংলাপে যাবে না।

ওবায়দুল কাদের আরও জানিয়েছেন, সংলাপের সারসংক্ষেপ নিয়ে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সন্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।