আস্থা লাইফের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিতঃ 6:03 pm | January 19, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন এবং পুরষ্কার বিতরণী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর জাহাঙ্গীর গেট সংলগ্ন ট্রাস্ট মিলনায়তনে আস্থা লাইফের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য প্রদান, পারষ্পরিক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোঃ আশরাফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলামসহ (অবঃ) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস্থা লাইফ ইন্স্যুরেন্স এ কর্মরত ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগদান করেন।

প্রসঙ্গত, আর্মি ওয়েলফেয়ার ট্রাষ্ট এর প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালের ২৩ জুন তাদের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ করে। কোম্পানীটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমাখাতে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

কালের আলো/এসডি/এমএম