নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তান্ডবে সাংবাদিক সমিতির নির্বাচন পণ্ড

প্রকাশিতঃ 7:15 pm | November 06, 2018

কালের আলো প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ২০১৮ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ছাত্রলীগ নেতা কর্মীরা তান্ডব চালিয়ে নির্বাচন পন্ড করে দিয়েছে।

৬ নভেম্বর বেলা ১২ থেকে ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন এর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা তাদের দেয়া প্রার্থীকে সভাপতি, সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়ার প্রস্তাব দেয়। যা নির্বাচনে ভোটের ফলাফলের বিপরীত ।

তাদের প্রস্তাব অনুযায়ী ছাত্রলীগ কর্মী বদরুল আলম বিপুলকে সভাপতি ও রাশেদুজ্জামান রনি কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করতে হবে নতুবা সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ে সংবাদিকতা করতে দেয়া হবে না এবং সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার হুমকি দেয়।

এক পর্যায়ে জোড় পূর্বক তাদের প্রস্তাবিত দুইজনের নাম দিয়ে কমিটির অনুমোদন করাতে অবরুদ্ধ করে বাধ্য করে । এমনকি নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সাহাবউদ্দিন বাদলকে হেনস্তা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

নির্বাচনে অতিথিদের জন্যে আনা খাবারও নিয়ে যায় ছাত্রলীগ নেতৃবৃন্দ ।

বিষয়টি নিয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন এই কাজটি যারা করেছে তা নিন্দনীয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য নির্বাচনে সভাপতি পদে ওয়াহিদুল ইসলাম, বদরুল আলম বিপুল উভয়েই সমান ভোট পায় অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিহার সরকার অংকুর ৪ ভোটের ব্যবধানে ও রাশেদুজ্জামান রনিকে পিছনে ফেলে নির্বাচিত হয়।

কালের আলো/আরএম