পদত্যাগপত্র পাঠালেন টেকনোক্র্যাট চার মন্ত্রী
প্রকাশিতঃ 8:29 pm | November 06, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
মঙ্গলবার ( ৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে মন্ত্রিসভা থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশনা দেন। তার নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগ জমা দেন এই মন্ত্রীরা
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ন্ত্রীদের পদত্যাগ পত্র পাঠানোর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, টেকনোক্র্যাট মন্ত্রীরা নিজেদের পদত্যাগ পত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন। এখন প্রক্রিয়া করতে সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা যাবে।
কালের আলো/ওএইচ